২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
২০শে জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    ছাত্র-ছাত্রীদের সার্টিফিকেট ও সম্মাননা প্রদান

    অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্স ও বিএইচডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে রচনা ও  সুন্দর হাতের লেখা উপর প্রতিযোগিতার আয়োজন করা হয়। রচনার ও লেখার গুনগত মান যাচাইয়ের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের বিজয়ী ঘোষণা করে সার্টিফিকেট ও সম্মাননা প্রদান করা হয়।

    শনিবার (১৫ অক্টোবর, ২০২২) বিকালে মুন্সীগঞ্জ বজ্রযোগীনি অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্সে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

    অতীশ দীপঙ্কর পাঠাগার ও লাইব্রেরী প্রতিষ্ঠাতা সভাপতি ভদন্ত করুনানন্দ থের সভাপতিত্বে বিএইচডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোমেন ইসলামের সঞ্চলনালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বজ্রযোগীনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এইচ মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ মাজহারুল ইসলাম । অনলাইন দৈনিক সকাল নারায়ণগঞ্জ সম্পাদক ও প্রকাশক জনাবা ছায়ানুর তালুকদার। মুন্সীগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। মুন্সীগঞ্জ সদর থানা কমিটির সভাপতি বিউটি বেগম।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা এবং অভিভাবকবৃন্দরা।

    উপস্থিত সকল অভিভাবকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানটির সমাপ্ত ঘোষণা করা হয়।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর