রুশ হামলা রক্ষায় ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে যুক্তরাজ্য। রাশিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধ করতে পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের অঙ্গীকারের জেরে এ সিদ্ধান্ত নেয় যুক্তরাজ্য।
বৃহস্পতিবার এ ঘোষণা দেয় যুক্তরাজ্য এবং এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে বার্তা সংস্থা এএফপি।
ব্রিটেন রকেটবহনকারী যে ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে, তা ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম। এ ধরনের ক্ষেপণাস্ত্র যুক্তরাজ্য প্রথমবারের মতো দেবে ইউক্রেনকে । ইউক্রেনের গোয়েন্দা বিভাগকে সহায়তা দিতে কয়েকশ ড্রোন ও ১৮ হাউইটজার আর্টিলারি সরবরাহ করবে যুক্তরাজ্য । এরই মধ্যে দেশটি এ ধরনের ৬৪টি বন্দুক সরবরাহ করে।
মঙ্গলবার জি সেভেনভুক্ত দেশগুলোর প্রতি আকাশ প্রতিরক্ষা তৈরিতে কিয়েভকে সহায়তার আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি। এর জেরে ব্রাসেলসে পশ্চিমা সামরিক জোটের প্রতিরক্ষা মন্ত্রীরা বৈঠকে বসবেন ।
ইউক্রেন জানায় সোমবার ও মঙ্গলবার রাশিয়া একশটির বেশি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ও অনেক ড্রোন ব্যবহার করেছে। তাদের হামলার লক্ষ্য ছিল জ্বালানি অবকাঠামো ও অন্যান্য বেসামরিক স্থান ধ্বংস করে দেয়া ।
প্রথম দিনের হামলায় অন্তত ১৯ জন ইউক্রেনীয় নাগরিক মারা যান। এ হামলার ইউক্রেনের বেশকিছু শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ও পানির সরবরাহে বিঘ্ন ঘটে। রাজধানী কিয়েভের কর্তৃপক্ষকে করতে হচ্ছে বিদ্যুতের রেশনিং ।
মাহফুজা ১৪-১০