১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ
১০ই জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    যুক্তরাষ্ট্রে রালেইতে বন্দুক হামলায় নিহত ৫; আটক এক জন

    যুক্তরাষ্ট্রে বন্দুকহামলায় এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন মারা গেছেন। বৃহস্পতিবার নর্থ ক্যারোলাইনার রাজধানী রালেইতে এ ঘটনা ঘটে। এর সঙ্গে জড়িত সন্দেহেপুলিশ একজনকে আটক করেছে । খবরটি জানায়  রয়টার্স।

    স্থানীয় মেয়র মেরি-অ্যান বাল্ডউইন  বলেন, বন্দুকহামলায় আরেক  পুলিশ কর্মকর্তাসহ অন্তত দুজন আহত হন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তিনি  ঘটনার বিস্তারিত কিছু জানাননি। বাল্ডউইন বলেন, আমেরিকায়  সহিংসতা বন্ধ করতে হবে এবং  আমাদের অবশ্যই বন্দুক সহিংসতা মোকাবিলা করতে হবে।

    স্থানীয় সময় বিকেল ৫টায় নিউস রিভার গ্রিনওয়ের কাছে বন্দুক হামলা   শুরু হয়। প্রায় তিন ঘণ্টা পরে সন্দেহভাজন বন্দুকধারীকে পুলিশ আটক করে  বলে জানান স্থানীয় মেয়র। পুলিশ জানায়, সন্দেহভাজনকে হেফাজতে নেয়া হয়েছে।

    ডব্লিউটিভিডি টেলিভিশনের খবরে বলা হয়, ধারণা করা হচ্ছে সন্দেহভাজন ব্যক্তি লম্বা বন্দুকধারী একজন শ্বেতাঙ্গ কিশোর ।  ডব্লিউআরএএল টেলিভিশনের হেলিকপ্টার থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায় ১২টির  বেশি জরুরি সেবার গাড়ি একটি  রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে।

    রাষ্ট্রীয় এবং স্থানীয় একাধিক আইনপ্রয়োগকারী সংস্থা ঘটনাটির তদন্তে অংশ নিয়েছে বলে জানান  মেয়র ।

    মাহফুজা ১৪-১০

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর