১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ
১০ই জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    যশোরে অস্ত্র তৈরির কারখানার সন্ধান; তিনজন আটক

    গোয়েন্দা  পুলিশ যশোরে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে । কারখানায় অভিযান চালিয়ে চারটি পিস্তল ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ দোকান মালিক এবং কর্মচারীসহ তিনজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার  রাতে পৌর শহরের আরএন রোডের  রাঙ্গামাটি গ্যারেজ এলাকার বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয়।

    আটককৃতরা হলেন- সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে দোকান মালিক আব্দুল কুদ্দুস, একই গ্রামের ফারুক হোসেনের ছেলে সুমন হোসেন  এবং শহরের বেজপাড়া এলাকার এলাহী বক্সের ছেলে আজিজুল ইসলাম ।

    দীর্ঘদিন ধরে আব্দুল কুদ্দুস রাঙ্গামাটি গ্যারেজ এলাকার একটি দোকান ভাড়া নিয়ে লেদ কারখানা করে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরি করে আসছিলেন। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ এসে হঠাৎ দোকানে অভিযান চালায়। এ সময় দোকান মালিক আব্দুল কুদ্দুস, কর্মচারী আজিজুল ইসলাম ও সুমনকে আটক করা হয়।

    ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপন কুমার সরকার বলেন, দীর্ঘদিন ধরে বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিংয়ে দেশীয় পিস্তল, ওয়ানশুটার গানসহ বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করে আসছিল বলে গোপন সংবাদে জানা যায়। বৃহস্পতিবার রাকত দোকানে অভিযান চালিয়ে  অস্ত্র ও অস্ত্র তৈরির বেশ কিছু সরঞ্জামসহ ৩জনকে আটক করা হয়। তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদ চলছে এবংঅস্ত্র তৈরি ছাড়াও তারা আর কোনো অপরাধের সঙ্গে জড়িত আছে কি-না তা যাচাই করে দেখা হচ্ছে।

    মাহফুজা ১৪-১০

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর