২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
২০শে জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    চট্টগ্রামের পতেঙ্গায় জাহাজ ডুবির ঘটনায় তিন মরদেহ উদ্ধার ;নিখোঁজ তিনজন

    চট্টগ্রামের পতেঙ্গায় জাহাজ ডুবির ঘটনায় তিন জনের মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড। শুক্রবার  সকাল ৭টায় বহির্নোঙর থেকে ভাসমান এসব মরদেহ উদ্ধার করা হয়।

    কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ অফিসার (অপারেশান্স) লেফটেন্যান্ট কমান্ডার এম আশফাক বিন ইদ্রিস এ তথ্য নিশ্চিত করেন। তবে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।

    কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা কাজী আল আমীন জানান, বৃহস্পতিবার এমভি সুলতান সানজার নামের একটি পাথর বোঝাই জাহাজ বন্দরের বহিঃনোঙ্গরে আসার সময় এমভি আকিজ লজিস্টিক -২৩ নামের অপর একটি লাইটার জাহাজকে ধাক্কা দেয়। এতে এম ভি সানজার নামের জাহাজটি ঘটনাস্থলেই ডুবে যায়। এই সময় জাহাজে মোট ৯ জন ক্রু ছিলেন। পরে তিনজনকে লাইফ বোর্ট দিয়ে উদ্ধার করা হয়।, ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন ছয়জন। তাদের মধ্যে শুক্রবার সকালে দুই জন এবং দুপুরের আরো  এক জনের লাশ উদ্ধার করা হয়। বর্তমানে তিন ক্রু নিখোঁজ আছেন।

    এদিকে কর্ণফুলী নদীর ইছানগর সি-রিসোর্স ডকইয়ার্ড ঘাটসংলগ্ন নদীতে ‘এফভি মাগফেরাত’ নামের ফিশিং ভেসেল ডুবির ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

    মাহফুজা ১৪-১০

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর