২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
২০শে জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    ভূতের সিনেমা নিয়ে আসছেন ক্যাটরিনা ,ইশান ও সিদ্ধান্ত

    বলিউডের নতুন হরর কমেডি সিনেমা ‘ফোন ভূত’ এর ট্রেলার প্রকাশ হলো। প্রায় তিন মিনিটের ট্রেলারে দেখা গেল , সুন্দরী ভূতের চরিত্রে ধরা দিয়েছেন ক্যাটরিনা কাইফ। সঙ্গে আছেন ইশান খাট্টার ও সিদ্ধান্ত চতুর্বেদিও।

    অলৌকিক ক্ষমতায় ইশান ও সিদ্ধান্ত  ভূত দেখতে পায়। এ ক্ষমতা তারা কীভাবে কাজে লাগাবে সে নিয়েই চলছিল আলোচনা। ঠিক তখনই দৃশ্যপটে আসেন  নারী ভূত ক্যাটরিনা। সুন্দরী ভূতের মায়াজালে জড়িয়ে পাল্টে যায় ইশান-সিদ্ধান্তের জীবন। এক পর্যায়ে ক্যাটরিনার প্রস্তাবে তারা শুরু করে ভূত ধরার ব্যবসা এবং এভাবেই এগিয়ে যায় ছবির গল্প।

    ভিকি কৌশলের সঙ্গে বিয়ের পর এটাই ক্যাটরিনার প্রথম মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা। তবে একই সময়ে ‘টাইগার থ্রি’ ছবিরও শুটিং করেন তিনি।

    জ্যাকি শ্রফকে ফোন ভূত ছবিতে ভিলেন চরিত্রে দেখা যাবে । যাকে দেখা যাবে ক্যাটরিনা, ইশান ও সিদ্ধান্তের ভূত ধরার ব্যবসার বিপরীতে লড়াই করতে।

    ফোন ভূত ছবিটি পরিচালনা করেছেন গুরমিত সিং এবং প্রযোজনা করেছেন রীতেশ সিধওয়ানি ও ফারহান আখতার। আগামী ৪ নভেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

    ভারতীয় সংবাদমাধ্যম জানায় ফোন ভূত সিনেমায় হলিউড ছবি ঘোস্ট বাস্টারের ছাপ রয়েছে ।

     

    মাহফুজা ১৩-১১

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর