২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
২০শে জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন; এ বছর এক দিনে সর্বোচ্চ মৃত্যু

    সারা দেশে গেল ২৪ ঘন্টায়  ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন ৮ জন।  এটি এ বছর এক দিনে সর্বোচ্চ মৃত্যু। ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ৭৬৫ জন ভর্তি হন । এ নিয়ে সারা দেশে হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা২ হাজার ৬৯৫ জনে দাঁড়ালো ।

    বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

    গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৭৬৫ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৯৭ জন এবং ঢাকার বাইরের ২৬৮ জন। নতুন ৪৮২ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগী রয়েছে ২ হাজার ৬৯৫ জন।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৮৩ জন মারা গেছেন। এ বছরের ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়। ২০২১ এ সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১০৫ জন মারা যান।

    ডেঙ্গুরোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। আর হাসপাতালে রোগীর পাশে থাকা স্বজনরা সময় কাটাচ্ছেন আতঙ্কে।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৯ হাজার ৯৬১ জন এবং ডেঙ্গুতে মৃত্যু হয় ৭৫ জনের।

    মাহফুজা ১৩-১১

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর