১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ
১০ই জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এপেক সম্মেলনে অংশ নিচ্ছেন

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের -এপেক সম্মেলনে অংশ নিচ্ছেন । এই সম্মেলন আগামী মাসে ব্যাংককে অনুষ্ঠিত হবে।  প্রেসিডেন্ট পুতিন থাইল্যান্ডের নিমন্ত্রণপত্র গ্রহণ করেছেন । ব্যাংকক পোস্ট নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তাবিষয়ক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানায়।

    প্রতিবেদনে আরো বলা হয়, এই সম্মেলন উপলক্ষ্যে আগামী ১৮ থেকে ১৯ নভেম্বর থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তাবিষয়ক সংস্থাগুলোকে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন।

    মার্কিন প্রেসিডেন্টের তরফ থেকে  এই সম্মেলনে একজন প্রতিনিধি উপস্থিত থাকবেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এতে অংশ নেবেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

    থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তানি সাংগ্রাত সাংবাদিকদের জানান, ৯টি এপেক সদস্য দেশ সম্মেলনে অংশ নিতে নিমন্ত্রণপত্র গ্রহণ করেছে। তবে কারা কারা উপস্থিত থাকবেন সেটি বলেননি তিনি।

    এপেকের ২১টি সদস্য দেশ আছে।  এপেকের মধ্যে তিনটি পর্যবেক্ষকও রয়েছে। এগুলো হলো আসিয়ান, দ্য প্যাসিফিক দ্বীপপুঞ্জ ফোরাম এবং প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা কাউন্সিল।

    থাইল্যান্ড ২০২২ সালের জন্য সংস্থাটি ব্যাংককে এপেক অর্থনৈতিক জোটের নেতাদের শীর্ষ সম্মেলনের আয়োজন করছে।

    মাহফুজা ১২-১০

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর