নেপালের পশ্চিমাঞ্চলে গেল এক সপ্তাহে বন্যা ও ভূমিধসে মারা গেছেন ৩৩ জন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বুধবার বিবিসি এ তথ্য জানায়।
উত্তর-পশ্চিমের কর্নালি প্রদেশে এবারের বর্ষায় সবচেয়ে ভয়াবহ বৃষ্টি হয়েছে। কর্মকর্তারা জানান ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া ভূমিধস ও বন্যায় অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্তত ২২ জন এখনও নিখোঁজ রয়েছে প্রদেশজুড়ে । টানা বৃষ্টির মধ্যে পাহাড়ি অঞ্চলে পৌঁছাতে দেরী হচ্ছে বলে জানান উদ্ধারকারীরা। পুলিশের এক মুখপাত্র বলেছেন,আমরা সুরক্ষেত থেকে মানুষদের উদ্ধারের জন্য একটি হেলিকপ্টারের ব্যবস্থা করেছি। কিন্তু আবহাওয়া অনুকূলে না থাকায় আশানুরূপ উদ্ধার কাজ করা যাচ্ছে না।’
নিখোঁজদের অধিকাংশই নিম্নাঞ্চলের কালিকোট এর বাসিন্দা। গেল সপ্তাহে তীব্র বৃষ্টির সতর্কতার মধ্যে স্থানীয়দের তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেয়া হয়। নেপালের জরুরি কর্তৃপক্ষ জানায়, কর্নালি নদীর পানির উচ্চতা ১২ মিটার পর্যন্ত বেড়েছে।
মাহফুজা ১২-১১