২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
২০শে জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    নানা অনিয়মের অভিযোগে গাইবান্ধা-৫ আসনের ভোট বন্ধ ঘোষণা করেছে ইসি

    নানা অনিয়মের ও জালিয়াতির অভিযোগে গাইবান্ধা-৫ আসনের ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন -ইসি।

    বুধবার  দুপুরে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, নির্বাচন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বন্ধ ঘোষণা করা হলো। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ আর সম্ভব হচ্ছে না। ৫১ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করার পর পুরো গাইবান্ধা-৫ আসনের ভোট বন্ধ করা হয়েছে। আরপিও ৯১ অনুচ্ছেদ অনুসারে, কমিশন প্রদত্ত ক্ষমতা বলে এ ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করেছে ।

    নির্বাচন ভবনে বসে সিসি ক্যামেরা পর্যবেক্ষণের মাধ্যমে অনিয়মের প্রমাণ পেয়েছেন তারা বলে জানায় সিইসি ।ইসির আইডিইএ (২য় পর্যায়) প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (কমিউনিকেশন) স্কোয়াড্রন লিডার শাহরিয়ার আলম জানান, ১৪৫ ভোটকেন্দ্রের অভ্যন্তরে ২টি এবং প্রতিটি ভোটকক্ষের ভেতর ৯৫২টিসহ সর্বমোট এক হাজার ২৪২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। ভোটগ্রহণ সরাসরি পর্যবেক্ষণের জন্য ঢাকায়  নির্বাচন ভবনে একটি পর্যবেক্ষণ কেন্দ্রও স্থাপন করা হয়।

    সাবেক সংসদ সদস্য ও একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া ২৩ জুলাই মারা যাওয়ায় গাইবান্ধা-৫ আসন  শূন্য হয়।

    মাহফুজা ১২-১১

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর