ঘুস-জালিয়াতির অভিযোগে অং সান সু চির আরও ৩ বছর কারাদণ্ড দিলো মিয়ানমারের জান্তা সরকারের একটি আদালত।বুধবার তার বিরুদ্ধে এ রায় দেয়া হয়। রয়টার্স জানিয়েছে এ তথ্য।
নেইপিদোর নির্জন কারাগারে রয়েছেন ৭৭ বছর বয়সী নোবেল জয়ী অং সান সুচি। তার বিরুদ্ধে করা সব মামলার শুনানিতে সেখান থেকেই অংশ নেন তিনি।
এর আগেও বেশ কয়েকটি মামলার রায়ে তার সাজা হয়েছে। মিয়ানমার জান্তা সরকারের আদালতে সুচির বিরুদ্ধে ১৮টি অভিযোগে মামলা চলছে । এসব মামলার সবকটিতে সাজা হলে তার ১৯০ বছর পর্যন্ত জেল হতে পারে। এসব মামলায় আনা অভিযোগ প্রতাখ্যান করছেন তিনি।
২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী তার নির্বাচিত সরকারকে উৎখাত করার সময় সু চি গ্রেফতার হন।
জান্তা সরকারের আদালতে মামলার শুনানির সময় গণমাধ্যমকর্মী বা অন্যরা কেউ উপস্থিত থাকতে পারছেন না। সু চির বিরুদ্ধে গোপন বিচারকে প্রতারণা বলে মানবাধিকার গোষ্ঠীগুলো নিন্দা করে আসছে।
মিয়ানমারে সেনা অভূত্থানের পর সহিংসতায় এ পর্যন্ত ২ হাজারের বেশি মানুষ নিহত হন। অভিযান চালিয়ে অনেককে আটক করারও অভিযোগ ওঠে। দেশটির সেনাদের নির্যাতনে বহু মানুষ ঘর ও দেশ ছাড়া হয়েছেন ।
মাহফুজা ১২-১১