২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
২০শে জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    ক্রিকেটার আল-আমিন হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

    স্ত্রী ইসরাত জাহানের করা মামলায় হাজির না হওয়ায় ক্রিকেটার আল-আমিন হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

    বুধবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে আল-আমিনের জবাব দাখিলের জন্য ধার্য ছিল দিনটি।  আল-আমিন আদালতে উপস্থিত না হওয়ায়  তারপক্ষে আইনজীবী সময়ের আবেদন করেন। এদিকে বাদীপক্ষের আইনজীবী আল আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন।

    উভয়পক্ষের শুনানি শেষে আল আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত । বাদীপক্ষের আইনজীবী শামসুজ্জামান গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেন।

    ৬ অক্টোবর ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট. তোফাজ্জল হোসেনের আদালতে আল-আমিন স্ত্রী ইসরাত জাহানকে তালাক দেন  বলে লিখিত জবাব দাখিল করেন। আল-আমিন স্ত্রীর বিরুদ্ধে বৈবাহিক সম্পর্কের তিক্ততা ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ তুলেন।  এ বিষয় শুনানির জন্য ১২ অক্টোবর দিন ধার্য করেন আদালত।

    তবে তালাকের বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন আল-আমিনের স্ত্রী ইসরাত জাহান।

    ২০১২ সালের ২৬ ডিসেম্বর ইসলামি শরিয়াহ মোতাবেক ইসরাত জাহান ও আল-আমিন বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দুটি পুত্রসন্তান রয়েছে।

    মাহফুজা  ১২-১১

     

     

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর