২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
২০শে জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়া ১৫ অক্টোবর ঢাকায় আসবেন

    ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়া আগামী ১৫ অক্টোবর ঢাকায় আসছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সোমবার  পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ব্রুনাইয়ের সুলতানের আসার কথা ছিল ১৪ অক্টোবর।  রাষ্ট্রপতির আমন্ত্রণে তিনি তিনি ১৫ অক্টোবর আসবেন। ঢাকা-ব্রুনাই ফ্লাইট চালুর বিষয়ে পাওয়া গেছে কেবিনেটের অনুমোদন ।

    এ বিষয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান আব্দুল মোমেন।

    বলছেন, ব্রুনাইয়ের সুলতানের ঢাকা সফরে দেশটির সঙ্গে পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। জ্বালানি খাত, জনশক্তি রপ্তানি, আকাশপথে সরাসরি যোগাযোগসহ আরও দু-একটি বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে। এর মধ্যে একটি নবায়ন হবে বলে জানান  পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

    পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ব্রুনাইয়ের সুলতানের আনুষ্ঠানিক বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থানসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।রাষ্ট্রপতি সুলতানের সম্মানে রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করবেন ।

    মাহফুজা ১১-১০

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর