গরম কমলে লোডশেডিং কমবে বলে জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
বিদ্যুৎ সাশ্রয়ে অফিস সময় পরিবর্তন করা হলেও এখন আরও বেশি লোডশেডিংয়ে অতিষ্ঠ মানুষ। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আমার মনে হয় খারাপের দিকে গেলেও বেশি খারাপের দিকে যাচ্ছে না। অক্টোবরের দিকে বিদ্যুতের চাহিদা কমে আসবে কারণ তখন আবহাওয়া ঠান্ডা হয়ে যাবে।
চাহিদা কমলে বিদ্যুৎ ম্যানেজ করতে পারবো। জ্বালানির অভাবে আমাদের বিদ্যুৎকেন্দ্র বসে আছে। তাপমাত্রা কমলে চাহিদা কমে যাবে এবং চাহিদা কমলে বিদ্যুৎ ম্যানেজ করতে পারবো বলে জানালেন নসরুল হামিদ।
মাহফুজা ১১-১০