২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
২০শে জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    সিবিআই নির্বাচন পরবর্তী সহিংসতা মামলায় অনুব্রত মণ্ডলকে হেফাজতে নিতে চায়

    অনুব্রত মণ্ডলকে  নির্বাচন পরবর্তী সহিংসতা মামলায় হেফাজতে চেয়ে ভারতের সিবিআই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ।

    কলকাতা হাইকোর্ট এর আগে এই মামলায় অনুব্রতকে রক্ষাকবচ দেয় । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায়। আগামীকাল বিচারপতি হেমন্ত গুপ্তের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানি হওয়ার কথা।

    ফেব্রুয়ারি মাসে সিবিআই নির্বাচন পরবর্তী সহিংসতা মামলায় অনুব্রতকে একাধিকবার তলব করেছিল । তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তখন হাজিরা এড়িয়ে যান । পরে হাইকোর্টে যান গ্রেফতারের আশঙ্কায় রক্ষাকবচ চেয়ে।  উচ্চ আদালত তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে অনুব্রতকে, এই শর্তের পাশাপাশি সিবিআই তাকে গ্রেফতার করতে পারবে না বলেও অন্তর্বর্তী নির্দেশ দেয় ।

    সিবিআই ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন -এসএলপি করে । অনুব্রতের রক্ষাকবচ আগাম জামিনের মত,এতে  তদন্ত থমকে যেতে পারে। তদন্তে সহযোগিতা না-ও করতে পারেন অনুব্রত বলে  তারা যুক্তি দেয়।

    মাহফুজা ৯-১০

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর