২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
২০শে জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৮ জনে

    থাইল্যান্ডের একটি শিশু দিবাযত্নকেন্দ্রে বন্দুকধারীর গুলিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৮ জনে । এসময়  ১০ জন আহত হন। হামলায় নিহতদের মধ্যে অধিকাংশই শিশু। দেশটির উত্তরপূর্বাঞ্চলের নং বুয়া লাম্পুতে এ হামলার ঘটনা ঘটে।

    পুলিশের এক কর্মকর্তা জ্যাকরাপাত উইজিতওয়াইতায়া ব্লুমবার্গকে জানায়, ‘বৃহস্পতিবার বিকালে লাওসের সঙ্গে লাগোয়া থাই সীমান্ত এলাকায় ৩৪ বছর বয়সী পুলিশের এক সাবেক সদস্য স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে এ হামলা চালায়। এতে ২৪ জন শিশু নিহত হয়’।

    রয়্যাল থাই পুলিশের উপ-প্রধান সুরচাতে হাকপার্ন জানান, ওই সাবেক পুলিশ সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে নিজ বাড়িতে গিয়ে তার স্ত্রী, সন্তানকেও হত্যা করেন। এরপর আত্মহত্যা করেন ওই হামলাকারী। আহত  ৬ জনের অবস্থা গুরুতর।

    হামলার কারণ এখনো স্পষ্ট নয়।  তবে ধারণা করা হচ্ছে, হামলাকারী সাবেক পুলিশ সদস্য পানায়া কামরাব মাদকাসক্ত ছিলেন এবং  এই কারণে চাকরি থেকে বরখাস্ত হন তিনি। মাদকের মামলায় শুক্রবার তার আদালতে হাজিরা দেয়ার কথা ছিল বলে  জানায় পুলিশ।

    দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যান-ওচা ‘ভয়াবহ’ হামলার তদন্তের নির্দেশ দেন। ওই এলাকার সব ডে কেয়ার সেন্টার বন্ধ করার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

    মাহফুজা ৭-১০

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর