২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
২০শে জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী এবং শেখ রেহানা; দুপুরে যাচ্ছেন রাষ্ট্রপতি

    গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার  ছোট বোন শেখ রেহানা।শুক্রবার সকাল সোয়া সাতটায় তাদের গাড়িবহর গণভবন থেকে যাত্রা শুরু করে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানার গাড়িবহর টোল দিয়ে পদ্মা সেতুর টোলপ্লাজা অতিক্রম করে। শেখ রেহানা গাড়িবহরের ১৭টি গাড়ির টোল দেন ।তারা পদ্মা সেতু পার হয়ে সার্ভিস এরিয়া-২ এ যাত্রা বিরতি করেন। সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় পৌঁছান বঙ্গবন্ধুর দুই কন্যা।

     

    আজ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সড়কপথে পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাবেন । শুক্রবার দুপুরে বঙ্গভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা শুরু করবেনতিনি।  রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবদীন এ তথ্য জানান।

    রাষ্ট্রপতির এ সফরে তার সঙ্গে থাকবেন পরিবারের সদস্য ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শুক্রবার দুপুর পৌনে ২টায় রাষ্ট্রপতির বঙ্গভবন থেকে মোটর শোভাযাত্রায় টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা শুরু করার কথা রয়েছে । সেখানে জাতির জনকের সমাধিসৌধে পৌঁছালে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাবেন স্থানীয় গণ্যমান্য নেতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

    পরে রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর তিনি ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন এবং মোনাজাত শেষে রাষ্ট্রপতি পরিদর্শন বইয়ে সই করবেন। পরিদর্শন বইয়ে সই করা শেষে রাষ্ট্রপতি কালনা সেতু এলাকা পরিদর্শন করবেন। এরপর তিনি মাদারীপুরের শিবচরে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত করবেন। তিনি ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ ও মসজিদ পরিদর্শন করবেন

    শুক্রবার সন্ধ্যা সাতটার পরে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

    মাহফুজা ৭-১০

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর