৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    থাইল্যান্ডের একটি ডে কেয়ার সেন্টারে সাবেক পুলিশ কর্মকর্তার গুলিতে নিহত ৩১ জন

    থাইল্যান্ডের একটি ডে কেয়ার সেন্টারে সাবেক পুলিশ কর্মকর্তার এলোপাতাড়ি গুলিতে মারা গেছেন ৩১ জন । পুলিশ জানায়, থাইল্যান্ডের উত্তর-পূর্বে নং বুয়া লাম্পুতে একটি ডে কেয়ার সেন্টারে হামলা চালান বন্দুকধারী। এখনও পলাতক রয়েছেন হামলাকারী। তবে হামলার কারণ সম্পর্কে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি।

    দেশটির প্রধানমন্ত্রী অপরাধীকে গ্রেফতারের পাশাপাশি ব্যবস্থা নিতে সব বাহিনীকে নির্দেশ দিয়েছেন।

    বৃহস্পতিবার বিবিসির খবরে জানায় , ডে কেয়ার সেন্টারে নিহতদের মধ্যে শিশু এবং প্রাপ্তবয়স্ক নাগরিকরা আছেন । পুলিশের অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তা ওই হামলা চালিয়েছেন এবং  তাকে ধরতে পুলিশের অভিযান চলছে বলে জানায় থাই পুলিশ।

    থাইল্যান্ডের পুলিশের উপ-মুখপাত্র আর্চন ক্রাইটং রয়টার্সকে জানান, গুলিতে নিহত হয়েছেন ৩১ জন।

    বিবিসি জানায় থাই পুলিশ বন্দুকধারীকে শনাক্ত করেছে । থাই পুলিশ তাদের ফেসবুক পেজে বন্দুকধারীকে ৩৪ বছর বয়সী পানিয়া কামরাব বলে শনাক্ত করে। পানিয়া কামরাব একটি সাদা পিক-আপ ট্রাকে ডে কেয়ার সেন্টার থেকে পালিয়ে যায়। ওই পুলিশ কর্মকর্তা কিছুদিন আগে চাকরিচ্যুত হয়েছিলেন বলে  জানা যায়।

    থাইল্যান্ডে বন্দুক হামলার ঘটনা বিরল। ২০০০ সালে নাখোন রাতচাসিমা শহরে একজন সৈন্যের গুলিতে ২১জন প্রাণ হারান।

    মাহফুজা ৬-১০

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর