টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর কাছে একতা পরিবহনের একটি বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে মারা গেছেন ছয় জন । আহত হন ৪০ জন।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বঙ্গবন্ধু সেতুপূর্ব ওজন স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, রাজশাহী থেকে ছেড়ে আসা একতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। অপর দিকে টাঙ্গাইল দিক থেকে আসা একটি মাইক্রোবাস ঘটনাস্থলে পৌঁছালে বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাস ও মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান তিন জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিলে সেখানে তিন জন মারা যান। আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।
ওসি সফিকুর রহমান বলেন, নিহতের সংখ্যা বাড়তে পারে।
মাহফুজা ৬-১০