জাতীয় বিদ্যুৎ গ্রিড বিপর্যয়ে নাশকতা আছে কি না, তা যাচাই-বাছাই চলছে বলে জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বৃহস্পতিবার সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, ‘এখানে দুটো জিনিস। তিনি বলেন, ‘এখানে কোন নাশকতা আছে কি না, সেটাও যাচাই-বাছাই চলছে। দ্বিতীয় বিষয় হচ্ছে অবশ্যই টেকনিক্যাল সাইটটাও দেখা হচ্ছে।’‘সবাই একসঙ্গে কাজ করার কারণে কিন্তু আমরা দ্রুততার সঙ্গে আনতে পেরেছি। এক ঘণ্টা পর থেকেই কিন্তু শুরু হয়ে গিয়েছিল রি-স্টোর করা। এটা একটি বড় জিনিস অবশ্যই টেকনিক্যাল ফল্ট এখানে আছে। একদম পিন টু পিন যদি আমি আমরা ধরতে যাই, তাহলে একটু সময় লাগবে। এ কারণে আমি দুইটি কমিটি করে দিয়েছি। একটি কমিটি হলো বিদ্যুৎ বিভাগের ভেতরের লোক আরেকটি বাইরের লোক।’
তিনি বলেন, ‘আমরা আশা করছি আগামী সপ্তাহের মধ্যেই কমিটির রিপোট পাওয়া যাবে।’
মঙ্গলবার জাতীয় গ্রিডের সঞ্চালন লাইন বিভ্রাটের পর ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ চলে যায়। এরপর ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট অঞ্চল বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যায়।
মাহফুজা ৬-১০