১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    সয়াবিন তেলের দাম প্রতি লিটারে কমলো ১৪ টাকা

    সয়াবিন তেলের দাম প্রতি লিটারে কমলো ১৪ টাকা । বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের নতুন দাম ১৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে, যা এতদিন ছিল ১৯২ টাকা। আর পাঁচ লিটারের বোতলের দাম হলো  ৮৮০ টাকা যা এতদিন ছিল ৯৪৫ টাকা।

    সোমবার  বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানানো হয়। মঙ্গলবার ৪ অক্টোবর থেকে এই দাম কার্যকর হবে বলে জানানো হয়।

    ২২ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় পামতেলের দাম লিটারে ১৩ টাকা কমিয়ে ১৩৩ টাকা ঠিক করে দেয়। সেদিন সয়াবিন তেল নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ।

    ডলারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং এলসি খোলার জটিলতার বিষয়ে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং প্রধানমন্ত্রীর সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে সাক্ষাত করেন ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যারার্স অ্যাসোসিয়েশন। এসময় উপস্থিত ছিলেন সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল এবং টি কে গ্রুপের এমডি মোস্তফা হায়দার।

    সভায় আলোচনা শেষে এবং ভোক্তাদের সুবিধার জন্য  ভোজ্য তেলের দাম ১৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়, যা ৪ অক্টোবর থেকে কার্যকর হবে।

    মাহফুজা ৩-১০

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর