২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
২০শে জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    বেনজেমার পেনাল্টি মিস, ওসাসুনার বিপক্ষে ১-১ ড্র

    করিম বেনজেমা পেনাল্টি মিস করলেন । আর এতেই এই মৌসুমে প্রথমবার রিয়াল মাদ্রিদ পয়েন্ট হারালো । রোববার ১০ জনের ওসাসুনার বিপক্ষে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছে তারা। লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন পারলো না বার্সাকে শীর্ষ থেকে নড়াতে ।

    লম্বা শটে বিরতির আগে ভিনিসিউস জুনিয়র এগিয়ে দেন রিয়ালকে। কিন্তু অতিথিরা কিকে গার্সিয়ার গোলে দ্বিতীয়ার্ধের পর সমতা ফেরায়।

    জয়ের সুযোগ পেয়েও রিয়াল কাজে লাগাতে পারেনি। ৭৯তম মিনিটে পেনাল্টি শটে বল গোলপোস্টের উপর দিয়ে মারেন বেনজেমা। ডিফেন্ডার উনাই গার্সিয়ার বক্সের মধ্যে তাকে ফেলে দিলে ভিএআরে সরাসরি লাল কার্ড দেখেন।

    মিনিট খানেক পর ফরাসি স্ট্রাইকারের একটি গোল অফসাইডে বাতিল হয়। ভিনিসিউসের বুলেট গতির শট ফিরিয়ে দেন ওসাসুনা গোলকিপার সার্জিও হেরেরা।

    এভাবেই স্বাগতিক দর্শকদের হতাশায় ভাসিয়ে পয়েন্ট আদায় করে ওসাসুনা।

    রিয়াল ও বার্সেলোনার সমান ১৯ পয়েন্ট। গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে কাতালানরা। সান্তিয়াগো বার্নাব্যু থেকে এই ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর