চিত্রনায়িকা বুবলী নিজেদের বিয়ে ও ছেলে শেহজাদ খান বীরের জন্মতারিখ জানালেন। সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে এ বিষয়ে শাকিব খানের সঙ্গে তিনটি ছবি দিয়ে একটি পোস্ট দেন তিনি। সেখানে বুবলী লিখেন, এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ ২০.০৭.২০১৮ এবং ২১.০৩.২০২০।
বুবলী তার পেজে জানান, ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবন্ধ হন তিনি। তারা ২০২০ সালের ২১ মার্চ সন্তানের বাবা-মা হন ।
মঙ্গলবার বেবি বাম্পের ছবি পোস্ট করে ব্যাপক আলোচনায় আসেন চিত্রনায়িকা বুবলী। তার সন্তানের বাবা কে, এ নিয়ে গুঞ্জন ওঠে এবং শুরু থেকেই জড়িয়ে যায় শাকিব খানের নাম। তিনদিন পর ৩০ সেপ্টেম্বর দুজনই নিজ সন্তানের খবর প্রকাশ করেন।
ওইদিন দুপুর ১২টায় নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দেন বুবলী। এর পর শাকিব খানও নিজের ভেরিফায়েড ফেসবুকে সন্তানের বিষয়টি স্বীকার করে নেন।
২ অক্টোবর সকালে ছেলের দুটি ছবি ফেসবুকে পোস্ট করে দোয়া চান বুবলী। ক্যাপশনে লিখেছেন- আমার সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। তার জন্য দোয়া করবেন।
ফেসবুকে নিজেদের সন্তানের বিষয়টি স্বীকার করার পর একসঙ্গে শুটিংও করেন ঢাকাই সিনেমার এই দুই নায়ক-নায়িকা। শনিবার ‘লিডার-আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিংয়ে অংশ নেন তারা।
মাহফুজা ৩-১০