১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    যারা অঘটন ঘটিয়ে দেশ ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চায় তাদের কঠোর হস্তে দমন করা হবে -আইজিপি

    কোনো দুষ্কৃতকারী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে ভবিষ্যতে কেউ কোনো ধরনের অঘটন ঘটানোর দুঃসাহস না দেখাতে পারে বলে হুশিয়ারী দিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি আরো বলেন, পূজামণ্ডপে যদি কোনো দুষ্কৃতকারী কোনো অঘটন ঘটাতে আসে, তাকে ধরে ফেলবেন। যদি ধরা সম্ভব না হয় তাকে চিনে রাখেন, আইনের হাতে তুলে দেন অথবা আমরা তাকে ধরবো ।

    রোববার  সন্ধ্যায়  ঢাকেশ্বরী মন্দির, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন এবং বনানী পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি কথা বলেন

    তিনি বলেন, যারা অঘটন ঘটিয়ে আমাদের সহাবস্থানকে বিনষ্ট এবং  সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চায় তাদের কঠোর হস্তে দমন করা হবে। আইজিপি আশা প্রকাশ করে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণভাবে, উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বিসর্জনের মধ্যদিয়ে দুর্গাপূজা শেষ হবে।

    এ সময় ডিএমপি কমিশনার. শফিকুল ইসলাম বলেন, আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং আমাদের ফোন নম্বরগুলো দেয়া আছে, যেকোনো ক্রাইসিস বা প্রয়োজনে আমাদেরকে জানাবেন। এছাড়া জাতীয় জরুরি সেবা-৯৯৯ আছে। যেকোনো সময় সেখানে ফোন করার পাঁচ মিনিটের মধ্যে আপনাদের পাশে এসে দাঁড়াবো আমরা ।

    মাহফুজা ২-১০

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর