১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ
১০ই জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    ইন্দোনেশিয়ার ফুটবল মাঠে দু’পক্ষের সংঘর্ষ ও পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭৪ জনে

    ইন্দোনেশিয়ার  মালাং শহরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো  ১৭৪ জনে। এ ঘটনায় আহত হন আরও ১৮০ জন। শনিবার স্থানীয় সময় রাতে এ ঘটনা ঘটে।

    শনিবার  রাতে শহরের কানজুরুহান স্টেডিয়ামে ফুটবল খেলার আয়োজন করা হয়।  আরেমা এফসি ও পেরসেবায়া সুরাবায়া নামের দুটি ফুটবল ক্লাবের মধ্যে এ খেলায়  আরেমাকে ৩-২ গোলে হারায় পেরসেবায়া। কিন্তু

    আরেমা এ হার মেনে নিতে পারেনি।  মাঠে নেমে সমর্থকরা হট্টগোল করতে থাকেন এবং এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে চড়াও হয় পুলিশ।

    স্টেডিয়ামে থাকা আরেমার দর্শকরা মাঠে নেমে বিশৃঙ্খলা শুরু করলে  তাদের থামাতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ।  দর্শকরা আতঙ্কিত হয়ে হুড়াহুড়ি করে দৌড়াতে থাকলে  পদদলিত হয়ে মারা যান  অনেকে।

    দেশটির প্রধান নিরাপত্তাবিষয়ক মন্ত্রী বলেন, স্টেডিয়ামটিতে দর্শক ধারণ ক্ষমতা ৩৮ হাজার হলেও সেখানে ৪২ হাজার দর্শক উপস্থিত ছিল।

    তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ইন্দোনেশিয়ার বড় লিগের সব ম্যাচ বন্ধ রাখার নির্দেশ দেন  প্রেসিডেন্ট জোকো উইদোদো।

    ইন্দোনেশিয়ায় আগামী বছর মে ও জুন মাসে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আয়োজন করার কথা রয়েছে।

    মাহফুজা ২-১০

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর