৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    নারী এশিয়া কাপের প্রথম ম্যাচে টস হেরে বাংলাদেশ ফিল্ডিং করছে

    স্বাগতিক বাংলাদেশ নারী এশিয়া কাপের প্রথম ম্যাচে মাঠে নেমেছে । ঘরের মাঠে নারী এশিয়া কাপ টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি  হয়েছে বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতির দল থাইল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিং করছে ।

    সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে টসভাগ্য সহায় হয়নি নিগার সুলতানার দলের। টস জিতেছে থাইল্যান্ড। তারা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে।

    সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার  সকাল ৯টায় খেলা শুরু হয়। স্টার স্পোর্টসে সরাসরি দেখা যাবে ।

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন টসের পর দুই অধিনায়কের সঙ্গে বেলুন উড়িয়ে এশিয়া কাপের সূচনা করেন ।

    টি-টোয়েন্টিতে বাংলাদেশ নারী দল আছে দুর্দান্ত ফর্মে। সর্বশেষ ৫ ম্যাচের ৫টিই জিতেছে তারা। অন্যদিকে ৫ ম্যাচের তিনটি জিতেছে থাইল্যান্ড।

    আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়েও চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ এবং থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে জ্যোতির দল।

    নারী এশিয়া কাপে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ভারতকে হারিয়ে ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয় সালমা-জাহানারারা। জ্যোতি বলেন, ‘যেহেতু ট্রফি আমাদের ছিল, সুতরাং চেষ্টা করব ট্রফিটা যেন আমাদেরই থাকে। সব মিলিয়ে লক্ষ্য ভালো ক্রিকেট খেলার এবং ট্রফি ধরে রাখার।’

    বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি, সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, নাহিদা আক্তার, ঋতু মনি, সোহেলী আক্তার, সুবহানা মোস্তারি, সানজিদা আক্তার মেঘলা, জাহানারা আলম।

    মাহফুজা ১-১০

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর