১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ
১০ই জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    লক্ষ্মীপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত এক যুবলীগ নেতা

    লক্ষ্মীপুরে দুর্বৃত্তের গুলিতে মারা গেছেন আলাউদ্দিন পাটওয়ারী নামে এক যুবলীগ নেতা । শুক্রবার রাত ১০টায় সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পদ্মা দিঘিরপাড়ে এ ঘটনা ঘটে।

    নিহত আলাউদ্দিন বশিকপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি এবং  বশিকপুর গ্রামের সাদেক পাটওয়ারীর ছেলে।

    জেলা যুবলীগের বিলুপ্ত কমিটির সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিএনপি-যুবদলের ক্যাডাররা তাকে গুলি করে হত্যা করেছেন।

    আলাউদ্দিনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় এবং তার বুকে গুলির চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বরে জানান লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায়।

    চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, পূর্ব শত্রুতা বা আধিপত্য বিস্তারের জেলে এ ঘটনা ঘটতে পারে।  এ হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে তা জানা যায়নি। জড়িতদের খুঁজে বের করতে  এলাকায় চলছে অভিযান।

    মাহফুজা ১-১০

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর