১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ
১০ই জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে সারা দেশে

    ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে সারা দেশে। এ বছরে এখন পর্যন্ত ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়েছে ১৬ হাজার । গেল বছর দেশে ডেঙ্গু শনাক্ত হয়েছিল ২৮ হাজার ৪২৫ জনের। ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হন  ২৪০ জন।

    শনিবার সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

    এক দিনে নতুন ২৪০ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে ঢাকার বাসিন্দা ১৫০ জন এবং ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হন ৯০ জন। দেশে এখন বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯১৬ জনে। ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৪৪৮ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ৪৬৮ জন ভর্তি আছেন ।

    এ বছরের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ হাজার ৯২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন ১৪ হাজার ১২০ জন।

    এদিকে, দেশে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৫৫ জন। ৬ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচ জন মারা যান । এটি এ বছর একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা।

    মাহফুজা ১-১০

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর