১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    শেষ হলো অপেক্ষার পালা; রাত পোহালেই নারীদের এশিয়া কাপের পর্দা উঠছে

    শেষ হলো অপেক্ষার পালা । রাত পোহালেই নারীদের এশিয়া কাপের পর্দা উঠছে।  শনিবার সকালে সিলেট আউটার ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের বাংলাদেশ ও থাইল্যান্ডের ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে ।

    এই প্রতিযোগিতা ১ অক্টোবর শুরু হয়ে চলবে ১৫  অক্টোবর পর্যন্ত। এবারের আসর সাতটি দলের  অংশগ্রহণে হবে লিগ পদ্ধতিতে। মোট ২৪ ম্যাচ অনুষ্ঠিত হবে। সিলেটের আউটার ক্রিকেট স্টেডিয়ামে ৯টি ম্যাচ হবে । সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাকি ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে ।

    দলগুলো লিগ পদ্ধতিতে টি-টোয়েন্টি ফরম্যাটে একে-অপরের মুখোমুখি হবে । শীর্ষে থাকা চারটি দল সেমিফাইনাল খেলবে। ১৫ অক্টোবর ফাইনালের খেলা অনুষ্ঠিত হবে।

    এশিয়া কাপে অংশ নেয়া  দলগুলো হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত। শুক্রবার সিলেটে নারী এশিয়া কাপের দলগুলোর অংশগ্রহণে ট্রফি উন্মোচন হয়। পাশাপাশি হয় ফটোসেশন।

    ২০১৮ সালে  সপ্তম আসরে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। বাংলাদেশ দলের এবার ঘরের মাঠে তাদের সামনে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত । বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা বলেন, ‘যেহেতু ট্রফি আমাদের ছিল, সুতরাং চেষ্টা করব ট্রফিটা যেন আমাদেরই থাকে । ভালো ক্রিকেট খেললে ট্রফি আমাদের ঘরে আসবে। সব মিলিয়ে লক্ষ্য ভালো ক্রিকেট খেলার এবং ট্রফি ধরে রাখার।

    মাহফুজা ৩০-৯

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর