১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ
১০ই জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    শক্তিশালী ঘূর্ণিঝড় হারিকেন ইয়ানের আঘাতে মারা গেছেন ১২ জন

    শক্তিশালী ঘূর্ণিঝড় হারিকেন ইয়ান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ঘূর্ণিঝড়কবলিত এলাকা থেকে এ পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে । বলেছেন, ইয়ান ফ্লোরিডার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় হতে পারে বরে জানান  প্রেসিডেন্ট জো বাইডেন।

    বৃহস্পতিবার  প্রেসিডেন্ট বাইডেন ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির কর্মকর্তাদের একটি ব্রিফিংয়ের পর বলেন, মৃত্যুর সংখ্যা এখনো অস্পষ্ট, কিন্তু আমরা প্রাথমিকভাবে বড় ধরনের প্রাণহানি হতে পারে ।

    বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত নিশ্চিত করা হয় ১২ জনের মৃত্যুর খবর । তাদের মধ্যে সাতজন চার্লট কাউন্টিতে এবং  বাকীরা সারাসোটা এবং ভলুসিয়ার। বিদ্যুৎ বিভাগ জানায় বৃহস্পতিবার বিকাল পর্যন্ত ফ্লোরিডায় ২৩ লাখের মতো বাসিন্দা বিদ্যুৎবিচ্ছিন্ন ছিলেন ।

    বৃহস্পতিবার রাত ৮টায়  ঝড়টি চার্লসটনের দক্ষিণে ছিল এবং ১০ মাইল বেগে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়।

    শুক্রবারে  দক্ষিণ ক্যারোলাইনা উপকূলে পৌঁছাতে পারে হারিকেন ইয়ান। শুক্রবার রাত ও শনিবার নাগাদ ঘূর্ণিঝড়ের কেন্দ্র মূল ভূখণ্ডের দিকে অগ্রসর হতে পারে বলে জানায়  জাতীয় হারিকেন কেন্দ্র। ঘূর্ণিঝড় ইয়ানের কারণে ভার্জিনিয়া অঙ্গরাজ্যেও জারি করা হয়েছে জরুরি অবস্থা ।

    মাহফুজা ৩০-৯

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর