রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় জাপোরঝিয়ায় মারা গেছেন ২৩ জন । এ সময় ২৮ জন আহত হন । জাপোরিঝিয়া আঞ্চলিক গভর্নর ওলেক্সান্ডার স্টারুখ জানান একটি আশ্রয় শিবিরকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
ওলেক্সান্ডার স্টারুখ টেলিগ্রাম এ লিখেন ‘এখন পর্যন্ত ২৩ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছে এবং তারা সবাই বেসামরিক লোক’। স্টারুখ পোড়া গাড়ি ও রাস্তায় পড়ে থাকা মরদেহের ছবি পোস্ট করেন।
এক রুশ কর্মকর্তা জাপোরিঝিয়ায় এ হামলার জন্য ইউক্রেনের সেনাবাহিনীকে দায়ী করেন। ক্রেমলিনের এক সমর্থক বলেন, কিয়েভ বাহিনী বেসামরিক লোকদের ওপর এ হামলা চালিয়েছে এবং রাশিয়ার জড়িত থাকার বিষয়টিও প্রত্যাখ্যান করেন।
রাশিয়ান-সমর্থিত প্রশাসনের কর্মকর্তা, ভ্লাদিমির রোগভ টেলিগ্রামে বলেন, ‘কিয়েভ রাশিয়ান সেনাদের ওপর হামলা করছে এবং তারা একটি জঘন্য উস্কানির আশ্রয় নিয়েছে’। তিনি বলেন, ‘ইউক্রেনীয় যোদ্ধারা আরেকটি সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে’।
মাহফুজা ৩০-৯