১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১২ই জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    কাবুলে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ১৯;আহত ২৭ জন

    আফগানিস্তানের  কাবুলে আত্মঘাতী বিস্ফোরণে মারা গেছেন  ১৯ জন । বিস্ফোরণে আহত হন আরও অনেকে। দেশটির পুলিশ জানায়, শুক্রবার কাবুল শহরের পশ্চিমে দাশত-ই বারচি এলাকায় একটি শিক্ষা কেন্দ্রে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। রয়টার্স ও  বিবিসি জানায় খবরটি।

    শিক্ষা কেন্দ্রটির কর্তৃপক্ষ বলছে, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগে শিক্ষার্থীরা সেখানে পড়ছিল। কাবুলের পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানান, হামলায় ১৯ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন।হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তালেবানদের  সূত্র জানায় ৩৩ জন নিহত হয়েছেন। এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।

    আফগানিস্তানে সাধারণত শুক্রবার স্কুল বন্ধ থাকে। একটি প্রবেশিকা পরীক্ষা ওই শিক্ষা প্রতিষ্ঠানে চলছিল।

    ২০ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহারের পর গতবছর আগস্টে তালেবান আফগানিস্তানে ক্ষমতায় ফিরে আসে ।

    তালেবান সরকার গঠন করার পর দেশটিও বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটে।  এর আগের হামলার দায় স্বীকার করে আইএস-খোরাসান শাখা। যদিও তালেবান সরকার বলছে, দেশে স্থিতিশীল পরিবেশ তৈরিতে কাজ করছে তারা।

    মাহফুজা ৩০-৯

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর