রাজধানীর কাঁঠালবাগান মসজিদ গলিতে শিপন নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্বাধীন নামের আরেক কিশোরকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। কলাবাগান থানা পুলিশ জানায়, শিপন ফ্রিজ মেরামতের কাজ শিখছিল এবং সে কাঁঠালবাগান স্টাফ কোয়ার্টারে পরিবারের সঙ্গে থাকত। কাঁঠালবাগানে তার বাবার মুরগির দোকান আছে।
শিপনের বাবা মজিবুর মিয়া বলেন, রাত ১০টায় শিপনকে স্বাধীন নামের স্থানীয় এক কিশোরের সঙ্গে ঘোরাঘুরি করতে দেখেন তিনি। পরে তিনি খবর পান শিপনকে কুপিয়েছে স্বাধীন। রক্তাক্ত অবস্থায় শিপনকে উদ্ধার করে রাত সাড়ে ১২টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। শিপনকে আনার পরপরই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিপনের বাবার জানান হামলাকারী স্বাধীন ও তার সহযোগীরা মাদকাসক্ত ও ছিনতাইয়ে জড়িত। অপরাধ সংঘটনে রাজি করাতে না পেরে হয়তো শিপনকে কুপিয়ে হত্যা করে তারা ।
মাহফুজা ৩০-৯