১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১২ই জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    সামনে এলো দৃশ্যম টু এর পোষ্টার; আজ মুক্তি পাবে ছবির প্রথম ঝলক

    অভিনেতা অজয় দেবগন এর অভিনীত সিনেমা ‘দৃশ্যম  তুমুল জনপ্রিয়তা পায়। আর সেই ছবি দেখার পর থেকেই দর্শকরা অপেক্ষা করছিলেন কবে আসবে এর সিক্যুয়েল। অবশেষে সিনেপ্রেমীদের অপেক্ষার প্রহর যেন শেষ হতে চলছে এবং তারই ইঙ্গিত দিলেন অজয়।

    সম্প্রতি ইনস্টাগ্রামে কিছু ছবি শেয়ার করেছেন অজয় দেবগণ এবং  তাকত দেখা গেছে ‘দৃশ্যম-টু’ এর কিছু ছবি। রহস্য আর দর্শকদের আগ্রহ এতে বেড়েছে।  অজয়ের শেয়ার করা ছবিতে দেখা গেছে, সিনেমহলের টিকিট, বাসের টিকিট, স্বামী চিণ্ময়ানন্দজির সিডি এবং রেঁস্তোরার বিল এবঙ সঙ্গে দৃশ্যম টু-এর পোস্টারও। বৃহস্পতিবারই মুক্তি পাবে এ ছবির প্রথম ঝলক।

    আগামী ২ অক্টোবর থেকে শুরু হবে ছবির প্রচার। তবে ছবির চিত্রনাট্য নিয়েবেশি কিছু  জানা যায়নি।

    মাহফুজা ২৯-০৯

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর