১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১২ই জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    বিএনপি যতই আন্দোলন করুক, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর ফেরার সুযোগ নেই -আইনমন্ত্রী

    বিএনপি যতই আন্দোলন করুক কিংবা রাজনীতি করুক, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর ফেরার সুযোগ নেই বলে জানালেন  আইনমন্ত্রী আনিসুল হক ।

    বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে নৌ পরিবহন দিবস উপলক্ষে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    দেশের জনগণ আইনের শাসনে বিশ্বাসী। তারা দেশের সর্বোচ্চ আদালতকে সম্মান করে। দেশের সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অবৈধ ঘোষণা করেছেন বলে জানান  আইনমন্ত্রী।

    নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম। বুয়েটের প্রফেসর ড. মোহাম্মদ তামিম অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ।

    যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বাংলাদেশে আরও কিছুদিন থাকার পর বুঝতে পারবেন মানবাধিকার পরিস্থিতির উন্নতি হয়েছে এ দেশে।

    মাহফুজা ২৯-৯

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর