১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবি ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৬ জনে

    পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৬ জনে । এদের মধ্যে পুরুষ ১৬ জন, নারী ৩০ জন ও শিশু ২০ জন। এ ঘটনায় বেড়েই চলছে লাশের মিছিল। মঙ্গলবার দুপুরে আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ জনে।

    মঙ্গলবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও তদন্ত কমিটির প্রধান দীপঙ্কর রায়। তিনি জানান, সোমবার রাত পর্যন্ত ৫০ জনের মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

    করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনার তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান । নিখোঁজদের অপেক্ষায় ঘটনার পর থেকেই করতোয়ার পাড়ে অবস্থান করছেন স্বজনরা।

    মঙ্গলবার সকাল থেকে তৃতীয় দিনের উদ্ধার অভিযান শুরু হয়। দিনাজপুর ফায়ার সার্ভিস অ‌্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং আজকে আবহাওয়া অনুকূলে থাকায় উদ্ধার অভিযান কিছুটা সহজ হবে।

    পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপ-পরিচালক শেখ মাহাবুবুল আলম জানান, পঞ্চগড়সহ আশপাশের জেলার ফায়ার সার্ভিসের আট ইউনিট উদ্ধার অভিযান চালাচ্ছে। এছাড়া রংপুর, কুড়িগ্রাম ও রাজশাহী থেকে আসা তিনটি দলের ৯ ডুবুরি উদ্ধার কাজে অংশ নিয়েছে।

    পঞ্চগড় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী- উপ-পরিচালক শেখ মো. মাহাবুবুল ইসলাম  বলেন, সোমবার সন্ধ্যায় আমাদের উদ্ধার অভিযান স্থগিত করা হয়। আজ ভোরে আবারো অভিযান শুরু হয়। এখনো যারা নিখোঁজ আছেন তাদের সন্ধানে উদ্ধার অভিযান চলবে।

    নৌকাডুবিতে মৃত ব্যক্তিদের মধ্যে হাশেম আলী , শ্যামলী রানি , লক্ষ্মী রানি , অমল চন্দ্র , শোভা রানি , দিপঙ্কর , পিয়ন্ত , রুপালি , প্রমিলা রানি , ধনবালা, সুনিতা রানি , ফাল্গুনী , প্রমিলা দেবী, জ্যোতিশ চন্দ্র ,তারা রানি , সানেকা রানি , সফলতা রানি , বিলাশ চন্দ্র ,  শিমুলি , উশোশি , তনুশ্রী , ব্রজেন্দ্র নাথ , ঝর্ণা রানী , দীপ বাবু , সুচিত্রা , কবিতা রানী , বেজ্যে বালা , দিপশিখা রানী , সুব্রত , জগদীশ , যতি মৃন্ময় , গেন্দা রানী, কনিকা রানী, আদুরী , পুষ্পা রানী, প্রতিমা রানী , সূর্যনাথ বর্মন , হরিকেশর বর্মন , নিখিল চন্দ্র , সুশীল চন্দ্র , যুথি রানী , রাজমোহন অধিকারী , রূপালী রানী , প্রদীপ রায়  এবং পারুল রানীর  নাম জানা গেছে। নিহতদের সবার বাড়ি পঞ্চগড়ে।

    রোববার দুপুরে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় ঘটে এ নৌকাডুবির ঘটনা।  স্থানীয়রা জানান,  দুপুরে মহালয়া উপলক্ষে বোদা, পাঁচপীর, মাড়েয়া, ব্যাঙহারি নৌকায় করে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন এলাকার সনাতন ধর্মাবলম্বীরা।  নৌকায় অতিরিক্ত যাত্রী ছিল।  মাঝ নদীতে পৌঁছার পর যাত্রীর চাপে উল্টে যায় নৌকাটি।

    মাহফুজা ২৭-৯

     

     

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর