পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনার তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান। তৃতীয় দিনে নতুন করে আরও ছয় জনের লাশ উদ্ধার করা হয়েছে। এতে নৌকাডুবি ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৬ জনে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর, ২০২২) সকাল থেকে শুরু হয় তৃতীয় দিনের উদ্ধার অভিযান।
দিনাজপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।