ফিলিপাইনের লুজোন দ্বীপে শক্তিশালী ঘূর্ণিঝড় নোরুর আঘাতে মারা গেছেন পাঁচ উদ্ধারকর্মী । বন্যাকবলিত এলাকায় উদ্ধারকাজ করতে গিয়েছিলেন তারা। এছাড়া কয়েক লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন। খবরটি জানায় ব্লুমবার্গের।
উত্তরাঞ্চলীয় বুলাকান শহরের একটি বন্যাকবলিত এলাকা থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয় বলে স্থানীয় পুলিশ নিশ্চিত করে।
জ্বালানিমন্ত্রী রাফায়েল লোটিলা সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, ঘূর্ণিঝড় আঘাত হানার পর থেকে প্রায় ২৫ লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় আছেন।
ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই ৭৪ হাজারের বেশি মানুষ নিজেদের বাড়ি-ঘর ছেড়ে যেতে বাধ্য হন।
ফিলিপাইনে আঘাতের পর ঘূর্ণিঝড়টি এখন ভিয়েতনামের দিকে যাচ্ছে। ফিলিপাইনে ২৬ সেপ্টেম্বর সব স্কুল, সরকারি অফিস এবং ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।
এএফপির এক প্রতিবেদনে জানায়, ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারি বৃষ্টিতে ম্যানিলার প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমিধস হয়।
মাহফুজা ২৬