১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় জরুরি তথ্যকেন্দ্র স্থাপন ও তদন্ত কমিটি গঠন

    পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় স্থাপন করা হয়েছে জরুরি তথ্যকেন্দ্র । এ তথ্যকেন্দ্র থেকে জানানো হয় নিখোঁজের সংখ্যা বাড়ছে।

    রোববার সন্ধ্যায়  তথ্যকেন্দ্র খোলা হয় নৌকাডুবিতে হতাহতের বিষয়ে প্রয়োজনীয় তথ্য আদান-প্রদানের জন্য ।  ৬নং মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদ ভবনে কেন্দ্রটি স্থাপন করা হয়।

    পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে  নৌকাডুবিতে নারী ও শিশুসহ মারা যান ২৪ জন। রোববার দুপুরে উপজেলার করতোয়া নদীর মাড়েয়া আউলিয়া ঘাটে ঘটে এ দুর্ঘটনা।

    নিহতদের পরিচয় নিশ্চিত করা ও নিখোঁজদের সন্ধানে কাজ করবে তথ্যকেন্দ্র । অনেকে নিখোঁজ স্বজনের খোঁজে এখানে আসছেন। আগে ৩০ জন নিখোঁজের বিষয়ে নিশ্চিত হওয়া গেলেও সর্বশেষ সেই সংখ্যা ৪০ জনে এসে  দাঁড়িয়েছে বরে জানালেন তথ্যকেন্দ্রে দায়িত্বরত স্থানীয় ভূমি অফিসের অফিস সহকারী জাকির হোসেন ।

    পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম জানান, নৌকাডুবির কারণ নিশ্চিত করতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি । জেলা প্রশাসন অতিরিক্ত জেলা প্রশাসক জয়শ্রী রানী রায়কে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে ।

    মাহফুজা ২৫-৯

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর