১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ
১০ই জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    জি কে শামীমসহ তার সাত দেহরক্ষীকে অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

    জি কে শামীমসহ তার সাত দেহরক্ষীকে অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিলেন আদালত। রোববার ঢাকার চার নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলামের আদালত এ কারাদণ্ড দেন।

    যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন- জি কে শামীমের সহযোগী সাত দেহরক্ষী জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম,  কামাল হোসেন,  সামসাদ হোসেন, আমিনুল ইসলাম,  দেলোয়ার হোসেন ও মুরাদ হোসেন।

    কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে তাদের আরও কারাভোগ করতে হবে তিন মাস ।

    রায় ঘোষণার আগে জিকে শামীমসহ ৮ আসামিকে আদালতে হাজির করা হয় এবং সাজা পরোয়ানা দিয়ে তাদের আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।

    জি কে শামীম সাংবাদিকদের বলেন, ‘আমাকে নিয়ে গভীর ষড়যন্ত্র হয়েছে। আমি নির্দোষ গভীর ষড়যন্ত্র ও চক্রান্তে আমাকে ফাঁসানো হয়েছে। স্বার্থের জন্য আমার সিন্ডিকেটের লোকজন ফাঁসিয়ে দিয়েছে।

    এদিকে রায়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষ। তবে আসামিপক্ষ রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানান।রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর সালাহউদ্দিন হাওলাদার বলেন, ‘আসামিদের বিরুদ্ধে আমরা অভিযোগ প্রমাণ করেছি। তাই তাদের সর্বোচ্চ শাস্তি দিয়েছেন আদালত এবং রায়ে আমরা সন্তুষ্ট।’

    তবে জি কে শামীমের আইনজীবী শাহিনুর ইসলাম বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট না এবং রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবো।

    মাহফুজা ২৫-৯

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর