১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১২ই জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    উত্তর কোরিয়া পূর্ব উপকূলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো

    পূর্ব উপকূলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।  শনিবার জুনের পর দেশটির এটি প্রথম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বলে দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তারা জানান।

    এই পরীক্ষা চালালো উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ায় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সফরের আগে।  জাপানের উপকূলরক্ষীরা উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে। এটি ‘গুরুতর উস্কানিমূলক কাজ বলে সিউল এই পরীক্ষার নিন্দা জানায় ।

    পিয়ংইয়ং থেকে ১০০ কিলোমিটার উত্তরে তাইচনের কাছে একটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ছোঁড়া শনাক্ত করে এবং ক্ষেপণাস্ত্রটি ৬০ কিলোমিটার উচ্চতায় প্রায় ৬০০ কিলোমিটার উড়েছিল বলে জানায়  দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী ।

    সামরিক বাহিনী বলেছে, ‘আমাদের বাহিনী সম্পূর্ণ প্রস্তুত আছে এবং নজরদারি ও সতর্কতা জোরদার করার সঙ্গে সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠভাবে সহযোগিতা অব্যাহত আছে।’

    ক্ষেপণাস্ত্রটি প্রায় ৫০ কিলোমিটার উচ্চতায় পৌঁছেছিল। উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে এসে জাপানের অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে  এটি বলে জানায় টোকিওর প্রতিরক্ষামন্ত্রী ইয়াসুকাজু হামাদা।

    মাহফুজা ২৫-৯

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর