১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ
১০ই জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    বিয়ে করলেন কণ্ঠশিল্পী জেরিন তাসনিম নাউমি

    বিয়ে করলেন কণ্ঠশিল্পী জেরিন তাসনিম নাউমি। তার বরের নাম তানজীর সিদ্দিকী। বুধবার  মিরপুরের একটি কনভেনশন সেন্টারে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

    আমি নতুন জীবনে পা রেখেছি। এই অনুভূতি বলে বোঝানোর মতো না। তানজীর আমার ভালোবাসার মানুষ; তাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে ভীষণ আনন্দিত বলে জানান নাউমি।

    নাউমি তার ফেসবুকে বিয়ের একটি ছবি পোস্ট করেছেন। রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে লিখেছেন—‘ম্যারিড’ এবং নব দম্পতিকে অনেকে শুভেচ্ছা জানিয়েছেন।

    দীর্ঘ দিন ধরে তানজীরের সঙ্গে প্রেম করতেন নাউমি। তানজীর কানাডার একটি বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মরত আছেন।  তানজীর ছুটি নিয়ে কানাডা থেকে দেশে ফিরেন এবং দুই পরিবারের সম্মতিতে বিয়ের আয়োজন করা হয়।

    ২০০৯ সালের ক্ষুদে গানরাজ প্রতিযোগিতায় শীর্ষ স্থানে জায়গা করে নেন নাউমি। ২০১২ সালে সিডি চয়েসের ব্যানারে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘নাউমি’। এই অ্যালবামে ইমরানের সঙ্গে নাউমির গাওয়া ‘হৃদয়ের সীমানায়’ গানটি লাভ করে বেশ জনপ্রিয়তা।  তা ছাড়াও ‘তোমায় ভেবে’, ‘তুমিহীনা’, ‘এতটা ভালোবাসি’সহ বেশ কিছু গান দর্শকদের উপহার দেন।

    মাহফুজা ২৩-৯

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর