১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১২ই জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    সুরমা নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডু্বি; নিখোঁজ তিন

    সুরমা নদীতে বাল্কহেডের ধাক্কায় বালু বোঝাই একটি নৌকা ডু্বির ঘটনায় নিখোঁজ রয়েছেন তিন শ্রমিক। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জের জামালগঞ্জ এর সুরমা নদীর সংবাদপুর গ্রামের কাছে এই ঘটনা ঘটে।

    পুলিশ জানায়, সুনামগঞ্জ থেকে একটি বালু বোঝাই নৌকা শান্তিগঞ্জ যাচ্ছিল । সংবাদপুর গ্রামের কাছে আসলে নদীতে অপরদিক থেকে আসা বাল্কহেড এর সঙ্গে নৌকার সংঘর্ষ হয়। এতে ডুবে যায় নৌকাটি। নৌকায় থাকা ছয়জনের মধ্যে তিনজন তীরে উঠতে পারলেও আরও তিনজন নিখোঁজ রয়েছেন। বাল্কহেডটি নেত্রকোনার কলিয়াজুড়ি থেকে সুনামগঞ্জে আসছিল।

    নৌকা ডুবির ঘটনাটি নিশ্চিত করেছেন জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুল নাসের। তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে বাল্কহেডটি জব্দ করেছি এবং এ ঘটনায় চারজনকে আটক করা হয় ।

    মাহফুজা ২৩-৯

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর