১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ
১০ই জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    সিরিয়ার উপকূলে নৌকা ডুবিতে মারা গেছেন ৬১ অভিবাসন প্রত্যাশী

    সিরিয়ার উপকূলে অভিবাসী ও শরণার্থীবাহী একটি নৌকা ডুবিতে মারা গেছেন ৬১ জন। নৌকাটি লেবানন থেকে আসছিল এবং সিরিয়া ও লেবাননের সরকার এ তথ্য নিশ্চিত করেছে। খবরটি জানায়  আল-জাজিরার।

    শুক্রবার  লেবাননের পরিবহনমন্ত্রী বলেন, বৃহস্পতিবারের দুর্ঘটনায় ৬১ জন মারা গেছেন। দেশটির পরিবহনমন্ত্রী জানায়, মঙ্গলবার লেবাননের উত্তর মিনিয়েহ অঞ্চল থেকে ১২০ থেকে ১৫০ জন নিয়ে নৌকাটি ছেড়ে আসে।

    মঙ্গলবার লেবানন থেকে অভিবাসীদের বহনকারী একটি নৌকা সিরিয়ার উপকূলের দিকে যাচ্ছিল।  সিরিয়ার বন্দর মহাপরিচালক সামের কুব্রুসলি বলেন, শুক্রবারও উদ্ধার অভিযান চলছে। বৈরি আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়।

    জীবিত উদ্ধার হওয়া ২০ জনকে তার্তুসের বাসেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সিরিয়ার পরিবহন মন্ত্রণালয় জানায় ,  গেল মঙ্গলবার লেবাননের উত্তর মিনিয়েহ অঞ্চল থেকে নৌকাটি ১৫০ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে।

    লেবাননে সংকট শুরু হওয়ার পর থেকেই লেবানিজ, সিরিয়ান ও ফিলিস্তিনিরা পালিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করছে।

    মাহফুজা ২৩-৯

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর