১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ
১০ই জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    মেক্সিকোর একটি পানশালায় বন্দুক হামলায় নিহত ১০ জন

    মেক্সিকোর একটি পানশালায় বন্দুকধারীর হামলায় মারা গেছেন ১০ জন । গেল বুধবার রাতে গুয়ানাজুয়াতো রাজ্যের তারিমোরো শহরে এ হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) হামলার বিষয়টি নিশ্চিত করে স্থানীয়  কর্তৃপক্ষ । এএফপি ও এনডিটিভি খবরটি নিশ্চিত করে।

    দেশটির আঞ্চলিক প্রসিকিউটর অফিস জানায়, নির্বিচারে গুলি চালিয়ে গুয়ানাজুয়াতো রাজ্যের তারিমোরো শহরে ১০ জনকে হত্যার ঘটনা ঘটে এবং  ঘটনাস্থল থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করা  হয়। গুরুতর আহত একজনকে হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যান তিনি।

    গুয়ানাজুয়াতোর গভর্নর দিয়েগো সিনহুয়ে রদ্রিগেজ টুইটারে এ ঘটনাকে ‘কাপুরুষোচিত হামলা’ বলে উল্লেখ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

    মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাদর বলেন, বুধবার গুয়ানাজুয়াতোজুড়ে ২০টি হত্যাকাণ্ডের তথ্য নথিভুক্ত করা হয়।

    সম্প্রতি সান্তা রোসা দে লিমা এবং জালিস্কো নিউ জেনারেশন নামে দুই পক্ষের বিরোধের জের ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে সহিংসতা বেড়ে গেছে রাজ্যটিতে।

     

    মাহফুজা ২৩-৯

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর