৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    ফেনীতে ভারতীয় ওষুধসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ

    ফেনীর কুমিল্লা বাস স্ট্যান্ড এলাকা ভারতীয় ওষুধসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ১ লাখ ৬৭ হাজার ৭৭২ টাকা মূল্যের ওষুধ উদ্ধার করা হয়।

    গ্রেফতাররা হলেন- ছাগলনাইয়ার পূর্ব মধুগ্রাম এলাকার সিরাজুল হকের ছেলে  জাবেদ , আবুল বাশারের ছেলে ওমর ফারুক, দক্ষিণ মটুয়া এলাকার জয়নাল আবদীনের ছেলে  মাছুম ও নেত্রকোনার মাছকামড়া এলাকার যদু মিয়ার ছেলে  লিটন।

    এ ঘটনায় পুলিশ বাদী হয়েবিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন ফেনী মডেল থানায় ।

    পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা বাস স্ট্যান্ড এলাকার মদিনা বাস কাউন্টারের সামনে পুলিশ অভিযান চালায়। এ অভিযানে ১৮ হাজার ৪০ টাকা মূল্যের ৪৪টি প্লাস্টিকের সবুজ রংয়ের কোটায় রক্ষিত ডিএক্সএন ট্রিপালা ট্যাবলেট, ১৫ হাজার ৬শ ২০ টাকা মূল্যের ২২টি প্লাস্টিকের সাদা রংয়ের কোটায় রক্ষিত ডিএক্সএন এসপি রুলিনা, ৬৯ হাজার ৩শ ৬০ টাকা মূল্যের ৩৪টি প্লাস্টিকের সাদা রংয়ের কৌটায় রক্ষিত ডিএক্সএন এসপিরুলিনা ট্যাবলেট, ১১ হাজার ৬শ ৭০ টাকা মূল্যের ৬টি প্লাস্টিকের সাদা রংয়ের কৌটায় রক্ষিত ডিএক্সএন এসপিরুলিনা ট্যাবলেট, ৪ হাজার ৭শ টাকা মূল্যের ১০টি ঘিয়া রংয়ের প্লাস্টিকের সবুজ কর্কযুক্ত ডিএক্সএন এ্যালোব হ্যান্ড অ্যান্ড বডি লোশন, ৩৯ হাজার ৬শ টাকা মূল্যের ৮৮টি সাদা রংয়ের প্যাকেটে মোড়ানো ডিএক্সএন টুথপেস্ট গ্র্যাঞ্জো প্লাস, ২ হাজার ৬শ ৩২ হাজার টাকা মূল্যের ১৪টি প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো ডিএক্স গ্র্যাঞ্জো স্যোপ, ৬ হাজার ১শ ৫০ টাকা মূল্যের ১৫টি সাদা রংয়ের প্লাস্টিকের প্যাকেটে ডিএক্সএন এ্যালোব ক্লিনিং উদ্ধার করা হয়।

    ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

    মাহফুজা ২২-৯

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর