১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন দুজন

    গেল ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন দুজন। এসময়ে আক্রান্ত হন ১২ জন। এ নিয়ে এ বছরের ১ জানুয়ারি থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে তিনজন এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৫ জনে।

    বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।

    মৃত দুজনের মধ্যে একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অন্যজন চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তবে সিভিল সার্জন অফিস থেকে তাদের পরিচয় জানাতে পারেনি।জেলা সিভিল সার্জন অফিসজানায় , আক্রান্তদের মধ্যে বেশিরভাগ মহানগরীতে। মহানগরীতে ২২ সেপ্টেম্বর সকাল পর্যন্ত ৩৩৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এরমধ্যে মারা গেছেন তিনজন।

    চট্টগ্রামে সেপ্টেম্বর মাসেই ডেঙ্গু আক্রান্ত হন ২৫৬ জন এবং মহানগরীতে আক্রান্তের সংখ্যা ২০০ জন।চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী জানান , সেপ্টেম্বরে এখন পর্যন্ত আক্রান্ত ২৫৬ জনের মধ্যে নগরীর ২০০ ও বিভিন্ন উপজেলার বাসিন্দা ৫০ জন। বাইরের জেলায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে চিকিৎসা নিচ্ছেন ৬ জন।

    সিটি করপোরেশনসহ বিভিন্ন সংস্থাকে চিঠি দিয়ে মশা নিধনের বিষয়ে তাগিদ দেয়া হয়েছে। ডেঙ্গু আক্রান্তদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে জেলা-উপজেলার হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

    মাহফুজা ২২-৯

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর