১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৪ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    রাশিয়া ও ইউক্রেন  চলমান যুদ্ধের মধ্যে প্রায় ৩০০ বন্দি বিনিময় করলো

    রাশিয়া ও ইউক্রেন  চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে প্রায় ৩০০ বন্দি বিনিময় করলো।   ১০ জন বিদেশি নাগরিকও আছেন।

    এ বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সাত মাস পর দেশ দুইটির মধ্যে এটি সবচেয়ে বড় বন্দি বিনিময়ের ঘটনা। এক প্রতিবেদনে আল-জাজিরা এ তথ্য জানায় ।

    প্রতিবেদনে বলা হয়, বিনিময়ের অংশ হিসেবে রাশিয়া ২১৫ ইউক্রেনিয়ানকে মুক্ত করেছে এবং এর মধ্যে পাঁচজন কমান্ডারও রয়েছে। তারা দক্ষিণের বন্দর শহর মারিউপোলে ইউক্রেনীয় প্রতিরক্ষার নেতৃত্ব দেন।ইউক্রেন ৫৫ জন রাশিয়ান, মস্কোপন্থি ইউক্রেনীয় ও ভিক্টর মেদভেদচুককে ফেরত পাঠিয়েছে।

    জানা গেছে, সৌদি আরব-তুরস্ক রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চুক্তিটি হতে সাহায্য করে।

    ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেন, এটা আমাদের দেশ ও সমাজের জন্য স্পষ্ট জয়। ২১৫টি পরিবার এখন তাদের ভালোবাসার মানুষকে দেখতে পারবে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে এজন্য তিনি ধন্যবাদ জানান।

    ভ্লাদিমির পুতিন বলেন, মাতৃভূমি, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা আর জনগণের নিরাপত্তা রক্ষা করার জন্য তিনি সেনা সমাবেশের নির্দেশ দেন। ২১ সেপ্টেম্বর থেকেই সৈন্য সমাবেশ শুরু হয়েছে।

    মাহফুজা ২২-৯

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর