১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১৩ই জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    সোনম এবং আনন্দ আহুজা ছেলের নাম রাখলেন বায়ু কাপুর আহুজা

    বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাম কাপুর আহুজা সদ্য মা হয়েছেন।  ২০ আগস্ট পুত্রসন্তানের জন্ম দেন তিনি এবং  ২০ সেপ্টেম্বর এক মাস পূর্ণ হল তার। ছেলের জন্মের এক মাস উপলক্ষে মাসপূর্তির উদযাপনের পাশাপাশি তার নাম ঘোষণার জন্যও এই দিনটিই বেছে নেন সোনম এবং আনন্দ আহুজা।

    ইনস্টাগ্রামে  এক পোস্টের মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছে তার আনন্দ। জানিয়েছেন ছেলের নাম ও দিয়েছেন সেই নামের ব্যাখ্যা।

    মঙ্গলবার ইনস্টাগ্রামে স্বামী আনন্দ আহুজা ও ছেলেকে নিয়ে করা পোস্টের ক্যাপশনে লিখেন, আমাদের সন্তান আমাদের জীবনে একেবারে অন্যমাত্রা এনে দিয়েছে। একটা তাজা হাওয়ার মতো। তাই আমাদের সন্তানের নাম বায়ু কাপুর আহুজা। এই বায়ুর মধ্যে লুকিয়ে রয়েছে হনুমানজি এবং ভীমের শক্তি। হিন্দু শাস্ত্র মতে, বায়ু হল পঞ্চভূতের অন্যতম। তিনি শ্বাসপ্রশ্বাসের ধারক, হনুমান, ভীম এবং মাধবের আধ্যাত্মিক পিতা, তিনিই সর্বশক্তিমান পবন দেব।’ সবার কাছে আমরা আমাদের ছেলে বায়ু কপূর আহুজার জন্য আশীর্বাদ চাই।

    মাহফুজা ২১-৯

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর