১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    সৌদি আরবের মদিনায় সন্ধান মিলেছে নতুন সোনার খনি

    সৌদি আরবের মদিনায় সন্ধান মিলেছে নতুন সোনার খনি। পাশাপাশি এ খনিতে তামা রয়েছে। বৃহস্পতিবার দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা -এসজিএস নতুন এ খনির সন্ধান পাওয়ার বিষয়টি ঘোষণা করে আনুষ্ঠানিকভাবে।

    সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির -এসপিএ বরাতে এক প্রতিবেদনে গালফ নিউজ এ তথ্য জানায়।

    মদিনার উম্ম আল-বারাক হেজাজের ঢাল আবা আল-রাহার সীমানার মধ্যে সন্ধান পাওয়া গেছে সোনার আকরিকের । ওয়াদি আল-ফারা অঞ্চলের আল-মাদিক এলাকায় চারটি জাযগায় তামার আকরিকও আবিষ্কৃত হয়। ধারণা করা হচ্ছে নতুন এ খনি ৪০ বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে রয়েছে ।  এতে মজুত রয়েছে বিপুল পরিমাণে স্বর্ণ, তামা ও দস্তা।

    নতুন খনি আবিষ্কারের ফলে সৌদি আরবে বিনিয়োগের গতি আরও ত্বরান্বিত হবে । গেল  মে মাসে সৌদি আরবের শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রণালয় খনি খাতে ৩২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করে। এ বছরের জানুয়ারিতে সৌদি ভূ-তাত্ত্বিক সমবায় সমিতি জানায়, সৌদি আরবে পাঁচ হাজার ৩০০টিরও বেশি খনি রয়েছে।

    মাহফুজা ১৯-৯

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর